আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনা ও কাদিয়ানিদের অপতৎপরতা বিষয়ক আলোচনা
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফিরাত ও জান্নাতে উচু মাকাম কামনা করে জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া ঢাকায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামিয়ার মহা পরিচালক মুফতী হাফীজুদ্দীন দা বা।
আল্লামা আহমদ শফী রহ. এর অন্তীম ইচ্ছা ছিল কাদিয়ানীদের রাষ্ট্রিয়ভাবে কাফের ঘোষণা করা। তাই তার এ অন্তীম ইচ্ছাকে সামনে রেখে আলেম, ছাত্র ও জন সাধারণের মাঝে কাদিয়ানীদের অপতৎপরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
আল্লামা আহমদ শফী রহ এর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এদেশের আনাচে কানাচে তার অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকলের প্রতি আমাদের আহবান থাকবে- আমরা যারা হযরতকে দীল থেকে মহব্বত করি তারা সকলেই কাদিয়ানিদের বিরুদ্ধে সোচ্চার হই। হযরতে জীবনের অন্তীম ইচ্ছা পূরণে এগিয়ে আসি।
نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ