মসজিদের নির্মাণ ফান্ড থেকে কমিটির সদস্যদের আপ্যায়নের বিধান
প্রশ্নঃ হুজুর আশা করি ভাল আছেন। আমার জানার বিষয় হলো, মসজিদের নির্মাণ কাজের ফান্ড থেকে নিজ মসজিদের কমিটির কোন সদস্যকে অথবা কমিটির নির্দেশে অন্য কাউকে আপ্যায়ন করানোর বিষয়ে শরয়ী সমাধান কি? অনুগ্রহ পূর্বক জানিয়ে বাধিত করবেন।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ মসজিদের নির্মাণ কাজের ফান্ড থেকে কমিটির লোক বা অন্য কোন লোককে আপ্যায়ন করা যায়েজ নেই। এমনকি তা নির্মাণ কাজ ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না।
শরয়ী দলীল
( في الدر المختار مع رد المحتار : شرط الواقف كنص الشارع (6/665
( وذكر في الفتاوى الهندية : أهل المسجد تصرفوا في اوقاف المسجد … لا يصح تصرفهم- (2/463
তথ্যসূত্রঃ
১/ ফাতওয়া শামী ৬/৬৬৫
২/ ফাতওয়া হিন্দিয়া ২/৪৬৩
২/ ফাতওয়া কাজীখান মাআল হিন্দিয়া ৩/২৯৭
৪/ কিতাবুন নাওয়াযেল ১৩/৩২৭
৫/ ফাতওয়া কাসেমীয়্যাহ ১৮/২২৩
উত্তর লিখনে
মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ রামপুরা, ঢাকা।
তারিখঃ ০৬/১১/২০২০