সময় যেন অবহেলায় নষ্ট না হয়, প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে—
জীবনের মুহূর্তগুলো আল্লাহ তা’আলার পক্ষ থেকে আমানত। গুরুত্বপূর্ণ নেয়ামত। হাশরের ময়দানে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেন ‘তুমি পাঁচটি মুহূর্তকে আগত পাঁচটি মুহূর্তের পূর্বে গুরুত্ব প্রদান করো-
১.মৃত্যুর পূর্বে জীবনকে।
২.ব্যস্ততার পূর্বে অবসরকে।
৩.দারিদ্রের পূর্বে ধনাঢ্যতাকে।
৪.বার্ধ্যক্যের পূর্বে যৌবনকে।
৫.অসুস্থতার পূর্বে সুস্থতাকে।
[সূত্র: মুসান্নাফে ইবনে আবি শায়বা,খণ্ড১৯,
পৃষ্ঠা,৫৮, হাদীস-৩৫৪৬১]
লকডাউন চলছে। লকডাউনের মেয়াদ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে! সবাই ঘরে অবস্থান করছি। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না। একদম অবসর সময় পার করছি। হাতে এখন প্রচুর সময়। চলুন এই নেয়ামতটা কাজে লাগাই। সময়ের সদ্ব্যবহার করি।
কোরআন পড়ি। কোরআন শিখি। ধর্মীয় বই-পুস্তক পড়ে ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করি। ধর্মীয় অজ্ঞতা দূর করি। বিগত জিন্দেগীতে ছুটে যাওয়া নামাজগুলো সাধ্যমত আদায় করি। জিকির-আজকার করি। সন্তানদের সময় দিই। তাদেরকে নীতি- নৈতিকতার দীক্ষা দিই। তাহলে গড়ে উঠবে সুখী- সমৃদ্ধ পরিবার। সফল হবে দুনিয়া আখেরাত।

মোস্তফা কামাল