বিতর নামায এক সালামে তিন রাকাত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম আমল ও নির্দেশনা এবং তার একনিষ্ঠ অনুসারী খুলাফায়ে রাশেদীন অধিকাংশ সাহাবা-তাবেয়ীনের বর্ণনা ও আমল থেকে প্রমাণিত যে, বিতর নামায তিন রাকাত। আর এর দ্বিতীয় রাকাত শেষে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য উঠে যাবে। সালাম ফিরাবে না। তৃতীয় রাকাতে সূরা মিলানোর পর তাকবীর বলে দোয়ায়ে কুনুত পড়বে।
দলীল
انَّهُ سَألَ عَائِشَةَ رض كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُوْلِ اللهِ صِلَّي اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ فِيْ رَمْضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُوْلُ اللهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيْدُ فِيْ رَمَضَانَ وَ لاَ فِيْ غَيْرِهِ عَلَي إحْدَي عَشْرَةَ رَكْعَةً يُصَلِّيْ أرْبَعَا فَلاَ تَسَألْ عَنْ حُسْنِهِنَّ وَ طُوْلِهِنَّ ثُمَّ يُصَلِّيْ أرْبَعًا فَلاَ تَسْألْ عَنْ حُسْنِهِنَّ وَ طُوْلِهِنَّ ثُمَّ يُصَلِّيْ ثَلاَثًا.
হযরত আবূ সালামা রা. থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা রা.কে জিজ্ঞেস করলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায কেমন হতো? তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে এবং রমযানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না। প্রথমে চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর আরো চার রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করো না। এরপর আরও চার রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করো না। এরপর তিন রাকাত (বিতর) পড়তেন। (বুখারী শরীফ, হাদীস নং ১১৪৭)
আরো বর্ণিত আছে যে,
انَّ رَسُوْلَ اللهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ: كَانَ يُوْتِرُ بِثَلاَثِ رَكَعَاتٍ كَانَ يَقْرَءُ فِيْ الْأوْلَي بِسَبِّحِ اسْمِ رَبَّكَ الْأعْلَي وَ فِيْ الثَّانِيَةِ بِقُلْ يَا أيُّهَا الْكَافِرُوْنَ وَ فِيْ الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللهُ أحَدُ وَ يَقْنُتَ قَبْلَ الرُّكُوْعِ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতর পড়তেন, প্রথম রাকাতে ‘সাব্বিহিস মা রাব্বিকাল আলা’ ও দ্বিতীয় রাকাতে ‘কুল ইয়া আইয়ুহাল কাফিরুন’ ও তৃতীয় রাকাতে ‘কুল হুয়া-ল্লাহু আহাদ’ পড়তেন। আর (তৃতীয় রাকাআতে) রুকুর পূর্বে দুয়ায়ে কুনূত পড়তেন। (সুনানে নাসায়ী : ১৬৯১, সুনানে ইবনে মাজাহ : ১১৭১, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৬৯৬০)
উল্লিখিত উদ্ধৃতিসমূহ থেকে এ কথা স্পষ্ট যে, সাহাবা তাবেয়ীগণ ও নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতোই তিন রাকাত বিতর পড়তেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বিতর পড়েছেন এমন একটি সহীহ হাদীসও পাওয়া যাবে না।
উল্লেখ্য, কখনো এমন হতো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের সময় ঘনিয়ে এলে দুই রাকাতের সাথে আরেক রাকাত মিলিয়ে বেজোর বানিয়ে তিন রাকাত বিতির পূর্ণ করেছেন যে সব বর্ণনায় اوتر بواحدة ‘আর এক রাকাত মিলিয়ে বিতির করেছেন।’- এসেছে সেখানে এটাই উদ্দেশ্য।