ব্যভিচারের চিন্তা থেকে বাঁচার উপায়
জিনা ও ব্যভিচারের চিন্তা-ভাবনা থেকে বাঁচার উপায় হলো- ইস্তিগফার এবং অত্যন্ত কাকুতির সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকা। এ ধরনের অপরাধের ব্যাপারে ইরশাদ হচ্ছে:
اِنَّ الْحَسَنٰتِ یُذْهِبْنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِكَ ذِكْرٰی لِلذّٰكِرِیْنَ
নেক কাজ খারাপ কাজকে নিশ্চিহ্ন করে দেয়। (সূরা হুদ:১১৪)
এ ধরনের গোনাহ, পাঁচওয়াক্ত নামায জামাতের সাথে আদায়, জুমআর নামায পড়া এবং অন্যান্য নামাযের দ্বারা মাফ হয়ে যায়।
এ ধরনের কুচিন্তা দূর করতে গেলে আরো বেশি চেপে বসে। তাই চিন্তা থেকেই বিরত থাকতে হবে আর আল্লাহ তাআলার ইবাদত, নামায ইত্যাদি এ সকল গোনাহের জন্যে কাফফারা হয়ে যাবে। আপ্রাণ চেষ্টা করবে ব্যভিচারের গোনাহ যেন কখনই না হয়ে যায়। এটা একটা কবিরা গোনাহ।
(মাকতুব: ৭১, ২/২৭১)
শায়খুল ইসলাম হযরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর মাকতুবাত থেকে নির্বাচিত