দুআ কবুল হওয়ার আমল
দুআ করার নিয়ম কি? বা কিভাবে দুআ করলে দুআ কবুল হয়? এই ধরনের প্রশ্নের উত্তরে শায়খুল ইসলাম রহ. বলেন, একাগ্রতা, বিনয় ও কাকুতির সাথে দুআ করা, হালাল সম্পদ আহার করা, কোন ব্যাপারে তাড়াহুড়া না করা এবং আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়ার দ্বারা দুআ কবুল হয়। অতএব উক্ত গুণগুলোসহ দুআ করা উচিত। (মাকতুব ৪৯, ২/১৯০)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ
দুআ ইবাদতের মগজ ও মূল। (সুনানে তিরমিজী, হাদীস নং ৩৩৭১)
উক্ত হাদীস দ্বারা এ কথা পরিষ্কার হচ্ছে যে, একাগ্রতা, বিনয় ও কাকুতির সাথে দুআ করাই ইবাদতের মূলরূহ বরং অন্যতম ইবাদত। উক্ত বিষয়গুলো আমলে আনতে হবে। (মাকতুব ৭১, ২/২৭২)
আমার নিকট সাধারণত নিম্নের দুআটি অনেক পছন্দনীয়।
اَللّٰهُمَّ بَلِّغْنِي وَ بَلِّغْ جَمِيْعَ مَنْ أَوْصَانِيْ بِالدُّعَاءِ وَجَمِيْعَ مَنْ لَهٗ حَقٌّ عَلَيَّ عَلٰى المَقَاصِدِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَ اكْشِفْ عَنِّي وَ عَنْهُمْ سَائِرَ الْكُرُبَاتِ فيِ الدُّنيَا وَالآخِرَةِ. أَنْتَ أَعْلَمُ بِهِمْ وَبِمَقَاصِدِهِمْ وَ كُرُبَاتِهِمْ وَأَنْتَ أَكْرَمُ الْأَكرَمِيْنَ وَأَرْحَمُ الرَّاحِمِيْنَ.حَيٌّ كَرِيْمٌ تَسْتَحْيِيْ أَن تَرُدَّ يَدَا الْعَبْدِ صَفْرًا إِذَا رَفَعَ الاَكُفَّ إِلَيْكَ وَصَلِّ عَلٰى أَحَبِّ خَلْقِكَ إِلَيْكَ سَيِّدِنَا وَ مَوْلَانَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ وَبَارِكْ وَسَلِّمْ .
সকল মুমিন মুসলমানদের জন্য সংক্ষেপে নিম্নের দুআটি পড়া ভাল।
اَللّٰهُمَّ تَغَمَّدْ بِرَحْمَتِكَ وَ رِضْوَانِكَ وَ غُفْرَانِكَ…
উক্ত সংক্ষেপ দুআগুলো যত বেশী বিনয়ের সাথে পড়া যায় ততই ভাল।
সকল মুসলমান পরস্পর ভাই ভাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম। সুতরাং সকল ভাইদেরকে মহব্বত করা, সবার কল্যাণ কামনা করা এবং তাদের মঙ্গলের দুআ করা আমাদের দায়িত্ব। তাদের জন্য দুআ করা, তাদের বিপদাপদে খোঁজ-খবর নেয়া, যথাসম্ভব তাদের সেবা ও খেদমত করা জরুরী। যথাসম্ভব উক্তআমলগুলোতে ত্রæটি করবে না। কারো সাথে রাগ ও গোস্সা চলে আসলে ভাই হওয়ার তাগিদে এবং আল্লাহ তাআলার সম্মুখে জওয়াব দেয়ার ভয়ে গোস্সাকে সংবরণ করার চেষ্টা করবে। (মাকতুব ৭৪, ২/২৭৭)
(শায়খুল ইসলাম হযরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর মাকতুবাত থেকে নির্বাচিত)