যে আমল করলে জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে ও এরপর বলে-
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَوَّابِينَ ، واجْعَلْني مِنَ المُتَطَهِّرِينَ
তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে, সে যে দরজা দিয়ে চাবে প্রবেশ করতে পারবে। (মুসলিম, হা. ২৩৪, তিরমিযী, হা. ৫৫)
অনেক সহজ একটি আমল; আসুন আমরা সবসময় এ আমল করার চেষ্টা করি।