স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখার আমল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখার আমল হলো: শুক্রবার রাতে এশার নামাযান্তে গোসল করবে। পাক-সাফ কাপড় পরবে। আগর বা সুগন্ধি লাগাবে এবং পবিত্র জায়গায় আগরবাতি জ্বালিয়ে দুই রাকাত নামায পড়বে। নিয়ত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জিয়ারত নসীব হওয়া। দুই রাকাত নামাযের উভয় রাকাতে সূরা ফাতেহা পড়ার পর পঁচিশ বার করে সূরায়ে এখলাস পড়বে। সালাম ফিরানোর পর صَلَّى اللَّهُ عَلَى النَّبِيِّ الأُمِّيِّ এ দুরুদটা এক হাজার বার পড়বে। অতপর ঐ জায়গাই কেবলামুখী হয়ে ডান কাঁতে শুয়ে যাবে। যদি ঐ রাতেই জিয়ারত নসীব হয়ে যায় তাহলে তো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। নতুবা পরের রাতেও এই আমলটি করবে। এভাবে করতে করতে সামনের জুম্আ পর্যন্ত ইনশাআল্লাহ নসীব হয়ে যাবে। জিয়ারত হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিক উক্ত আমলটি করতে থাকবে, পাশাপাশি তাহাজ্জুদ নামায পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। (মাকতুব ১৩৫, ২/৩৮১)
(শায়খুল ইসলাম হযরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর মাকতুবাত থেকে নির্বাচিত)
আল’হামদুলিল্লাহ। আমলটি পড়ে অনেক খুশি হলাম।