না-ফেরার দেশে চলে গেলেন দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক সাম্ভলী
ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আবদুল খালেক সাম্ভলী রহ. আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।
আজ শুক্রবার (৩০ জুলাই ২১ঈ. ১৯ জিলহজ্জ ১৪৪২ হি.) বিকাল ৪ টায় ভারতের মুজাফফরনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বিশ্বখ্যাত বিদ্যাপীঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ক্যানসারে আক্রান্ত ছিলেন।
আল্লাহপাক হযরতের সকল খেদমতকে কবুল করুন, তাঁর কবরকে মুনাওয়ার করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করুন।
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়ায় হযরতের রূহের মাগফিরাত কামনায় দুয়া করা হয়।
اللهم طيب ثراه وأكرم مثواه واجعل الجنة مستقره ومأواه – اللهم نور مرقده وعطر مشهده وطيب مضجعه –