জামিয়াতুল আসআদের নতুন শিক্ষাবর্ষ শুরু
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও সুভকামনায় প্রিয় জামিয়া এবার দ্বাদশ বর্ষ শেষ করে ত্রয়োদশ বর্ষে পদার্পণ করল। এবছর ইফতা বিভাগে ৫৫ জন ছাত্র ভর্তি সম্পন্ন করেছে। কিতাব বিভাগে এখনো ভর্তি চলমান রয়েছে।
আজ জামিয়ার সুনামধন্য পরিচালক শায়খ মুফতী হাফীজুদ্দীন সাহেব দা. বা. এর মূল্যবান নসিহতের মাধ্যমে ইফতিতাহী দরস অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষা কর্যক্রম আগামীকাল ১২ মে রোজ বার থেকে যথারীতি শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
প্রতিবারের মতো এবারও আমাদের বড়দের উপস্থিতির মাধ্যমেই নতুন শিক্ষা কর্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে এবার শুভাগমন ঘটবে হযরত মাওলানা মুফতী আব্দুস সালাম সাহেব দা.বা. (মুহাদ্দিস ও ইফতার মুশরিফ- ফরিদাবাদ মাদরাসা)। আগামী কাল বা’দ ফজর আমাদের জামিয়ায় হযরত উপস্থিত হবেন ইনশাআল্লাহ। জামিয়ার সকল শুভাকাঙ্খী ও মুহিব্বীনের কাছে জামিয়ার নতুল এই পথচলায় আমরা আন্তরিক ভাবে দোয়া প্রার্থী।