শায়খুল হাদীস আল্লামা আবদুল হক আজমী রহ.

জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকার বিভাগসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো ইফতা বিভাগ।  এটি একটি উচ্চতর ইসলামী গবেষণামূলক বিভাগ। এই বিভাগে কেবল ঐ সকল ছাত্রই ভর্তি হতে পারে, যারা কওমী মাদ্রাসাগুলোর সর্বোচ্চ ক্লাস (দাওরায়ে হাদীস/তাকমীল) কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এখানে ইসলামী দৃষ্টিকোণ থেকে সমসাময়িক সমস্যার সমাধান দেওয়া হয়। যুগের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ বিভাগের সিলেবাস প্রনয়ন করা হয়েছে। যেন, এ বিভাগ থেকে উত্তীর্ণ প্রতিটি ছাত্র ইসলামী আইনে হয় বিশেষজ্ঞ। ইসলামী অর্থনীতি, ইসলামী পৌরনীতি, জাকাত, ওয়াকফ, মুয়ামালাত, মুয়াশারাত, হুকুকুল ইবাদ ও হুকুকুল্লাহ -এক কথায় ইসলামী জীবন যাপনে প্রয়োজনীয় সকল বিধান সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করে।

সঙ্গত কারণেই এ বিভাগের মেয়াদ এক বছর। এ ধারার প্রতিষ্ঠানগুলো দারুল উলূম দেওবন্দের সিলেবাস ও শিক্ষা-পদ্ধতির পূর্ণাঙ্গ অনুসারী। আর দারুল উলূমে এ বিভাগটি এক বছরের মেয়াদেই পরিচালিত হয়ে থাকে।

উল্লেখ্য যে, ইফতা অর্থ Islamic Jurisprudence. আর ফতোয়া অর্থ শুধু ইসলামের আলোকে সমাধান প্রদান করা, তা বাস্তবায়ন করা নয়।

%d bloggers like this: